মনির মোল্যা গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে মুজিব বর্ষের উপহার চতুর্থ ধাপে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ২৪৭ পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। আজ বুধবার (০৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
গোপালগঞ্জ সদর উপজেলার হল রুমে এ ঘর প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুব আলী খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মো: জুবায়ের হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ আনিচুর রহমান সহ সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সুবিধা ভোগীদের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় ১৩০টি, মুকসুদপুর উপজেলায় ৪০টি, কোটালীপাড়া উপজেলায় ৪০টি এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৩৭টি ঘর রয়েছে। প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেয়ে খুশি সুবিধাভোগীরা।
Leave a Reply