মনোনয়ন বাতিল: দমে যাননি স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান লুটুল, আইনি লড়াইয়ের ঘোষণা
-
Update Time :
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
-
১৩১
জন সংবাদটি পড়েছেন।
- স্টাফ রিপোর্টার:
গোপালগঞ্জ-২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মোড় তৈরি হয়েছে। আজ ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া লুটুলের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। তবে এই সিদ্ধান্তে দমে না গিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে নির্বাচনে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মনোনয়ন বাতিলের ঘোষণা আসার পরপরই কামরুজ্জামান ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে ভোটার ও সমর্থকদের উদ্দেশ্যে একটি আবেগঘন ও সাহসী বার্তা দেন। সেখানে তিনি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিচার বিভাগীয় প্রক্রিয়ায় লড়াই করার ঘোষণা দেন।
জনগণের শক্তির ওপর আস্থা:
ফেসবুক পোস্টে কামরুজ্জামান ভূঁইয়া লুটুল বলেন, “গোপালগঞ্জের জনগণের উদ্দেশ্যে আমি স্পষ্ট ও দৃঢ়ভাবে বলতে চাই- আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন, সাহস ও ধৈর্য হারাবেন না। কোনো চাপ, ভয় বা কৌশল আমাদের ন্যায়সংগত অবস্থান থেকে সরাতে পারবে না।”
আইনি লড়াইয়ের প্রস্তুতি:
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করার কথা উল্লেখ করে লিখেন, “এই অবস্থায় আমরা সংবিধান ও আইন দ্বারা স্বীকৃত অধিকার প্রয়োগ করে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক আপিল প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি। সত্য, ন্যায় এবং জনগণের অধিকার রক্ষায় আমরা শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় অবস্থানেই থাকব।”
গণতন্ত্রের লড়াইয়ে অবিচল:
পোস্টের শেষে তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন যে, গণতন্ত্রে শেষ কথা জনতাই বলে। তার ভাষায়, “জনগণের শক্তিই আমাদের একমাত্র ভরসা, আর শেষ সিদ্ধান্ত জনগণের হাতেই থাকবে—এটাই গণতন্ত্রের অটল সত্য।”
স্বতন্ত্র এই প্রার্থীর এমন অবস্থানে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশনে আপিলের মাধ্যমে তিনি তার প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচনী মাঠে পুনরায় সক্রিয় হতে পারেন কি না।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply