রিকি শেখ :
গোপালগঞ্জে সদর উপজেলার কাঠী, খানারপাড়, তেলিগাতী হাজী নেহালউদ্দীন চৌধুরী ইনস্টিটিউশনের ৫ শত শিক্ষার্থীর মাঝে বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে ।
মঙ্গলবার ( ২২ শে আগস্ট ) বেলা ১১ টায় Plantation for Oxygen পক্ষ থেকে এ চারা বিতরণ করা হয়।
এই সময় ইনস্টিউশনের প্রধান শিক্ষক দিলিপ কুমার পাল, Plantation for Oxygen এর পক্ষ থেকে অরুণ ঢালী , শেখ মাহবুব আলম (দুলাল), সিদ্দিকুল ইসলাম( দুলাল,) বেনু বেগম, আলো কর্মকার উপস্থিত খেকে বনজ গাছের চারা বিতরণ করেন । আরো উপস্থিত ছিলেন ইনস্টিটিউশনের সকল শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীরা । চারা বিতরণ শেষে Plantation for Oxygen পক্ষ থেকে ৭৮ তম ব্যাচের কলেজ ফ্রেন্ড সার্কেলেরা বিদ্যালয় আঙ্গিনায় চারা রোপন করেন।
Leave a Reply