গোপালগঞ্জ প্রতিনিধি :
স্বামীর মৃত্যুর পর সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে দ্বিতীয় বিয়ে করায় নির্যাতন ও জীবননাশের হুমকীর প্রতিবাদে গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করেছে অনামিকা লাকি নামের এক নারী। পূর্বের স্বামীর দেওয়া স্বর্ণ ও জুয়েলারী দোকান ফিরে পেতে প্রসাশনের সহযোগীতা চায় নব মুসলিম অনামিকা লাকি ।
আজ (২৪ জুন) মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনামিকা লাকি জানান, ২০০৫ সালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী এলাকার জুয়েলারী ব্যবসায়ী অসীম কুমার সাহার সাথে বিয়ে হয় তার। দাম্পত্য জীবনে কন্যা সন্তান হয়। ২০২০ সালে কিডনি ও ফুসফুস জনিত রোগে মারা যায় অসীম সাহা। এর পর অনামিকা নিজেই ব্যবসার হাল ধরণে। এ দিকে সম্পত্তির লোভে অনামিকার দেবর ও ভাসুর নিজে এবং অনামিকার বড় মেয়ের জামাইকে দিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। শুধু তাই নয় ২০২৩ সালে তার জুয়েলারী দোকান থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামালও চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন অনামিকা।
অনামিকা আরো বলেন, ইসলাম ধর্মের প্রতি পূর্বে থেকেই টান থাকায় ইসলাম ধর্ম গ্রহণ করি। চলতি বছরের ৫ মে পাটগাতী গ্রামের দলিল লেখক আলমগীর হোসেন বিশ্বাসকে বিয়ে করি। বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান খলিফা এবং সাধারণ সম্পাদক শেখ অপুর প্রত্যক্ষ নির্দেশে আমার ভাশুর বিনয় সাহা, সঞ্জিত সাহা ও গৌতম সাহা রাতের অন্ধকারে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়।
এরপর বর্তমান স্বামী আলমীরের বাড়িতে ঠাই নিলে আমার জুয়েলারী দোকানে তালা মেরে দেয়। থানায় অভিযোগ করেও মেলেনি সুবিচার। বাধ্য হয়ে আদালতের স্মরণাপন্য হই।
Leave a Reply