মোঃ সেলিম রেজা
প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমে পড়লেন গোলাপগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। চলছে উঠোন বৈঠক, মতবিনিময় সভা, আলোচনা সভা ও কুশলবিনিময়। প্রতীক বরাদ্দের পর থেকে শুরু হয়েছে মাইকিং ও নেতাকর্মীর বহর নিয়ে গণসংযোগ। একেক প্রার্থীর একাধিক মাইকে মাইকিং ও প্রচারণার কারণে ক্রমেই নির্বাচনী উৎসব ছড়িয়ে পড়ছে গোটা ইউনিয়নে। ৫ম ধাপের ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ভোটের মাঠে উত্তাপ। গোপালগঞ্জ সদর উপজেলার অন্য ইউনিয়নের মতো করপাড়া ইউনিয়নে বইছে নির্বাচনের ঝড়ো হাওয়া। আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
করপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৯ জন প্রার্থী। তাদের মধ্যে করপাড়া ইউপি চেয়ারম্যান এ্যাড. সিকদার শাহ সুফিয়ান(প্রতীক ঢোল), ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য এস. এম হাবিবুর রহমান সোনামিয়া (প্রতীক মটর সাইকেল), এস. এম. রোবায়েত রায়হান ননী (প্রতীক আনারস), ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজগর আলী খান (প্রতীক টেলিফোন ), সাবেক ছাত্রনেতা শেখ মোঃ উজ্জল হোসেন (প্রতীক চশমা)।
ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মীর রুবেল (প্রতীক রজনীগন্ধা ফুল), স্বপ্নমঞ্চ ক্লাব ও স্বপ্নমঞ্চ একাডেমির সভাপতি লুৎফর রহমান (প্রতীক অটোরিক্সা),করপাড়া ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি দ্বীন ইসলাম মোল্যা জঈন (প্রতীক ঘোড়া), বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বিভাষ বালা (প্রতীক টেবিল ফ্যান)।
উল্লেখ্য গোপালগঞ্জ ২ আসনের মাননীয় সাংসদ শেখ ফজলুল করিম সেলিম তার নির্বাচনী এলাকার সকল ইউনিয়নকে উম্মুক্ত ঘোষণা করেছেন। ফলে জেলার অন্য উপজেলার ইউনিয়ন গুলিতে নৌকা প্রতীক থাকলেও এখানে নির্বাচন হচ্ছে উম্মুক্ত।
Leave a Reply