মোঃ সেলিম রেজা ঃ
গোপালগঞ্জ পৌরসভার নবগঠিত ১ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এখনও পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ফেষ্টুনে ফেষ্টুনে ছেয়ে গেছে পুরো ওয়ার্ড। পৌরসভার ১ নং ওয়ার্ডের সম্ভাব্য প্রার্থীরা হলেন হরিদাসপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শেখ জগলুল কাদের (নয়ন), শহর যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক জোবায়ের ইসলাম ঝন্টু, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শামিম খান (শাহনেওয়াজ), পরিবহন ব্যবসায়ী শেখ ইকবাল হোসেন, দূর্গাপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মোঃ কাজী চাঁন মিয়া, ব্যবসায়ী ফুল মিয়া, মোঃ শাফিকুল ইসলাম।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিস জানায়, হরিদাসপুর, দূর্গাপুর ও লতিফপুর ইউনিয়নের আংশিক নিয়ে নবগঠিত ১ নং ওয়ার্ড। হরিদাসপুর হিন্দুপাড়া, ফকিরকান্দি, কাড়ারগাতী আংশিক, কুয়াডাঙ্গা আংশিক, ঘোষেরচর কলাবাগান, ঘোষেরচর মাষ্টারপাড়া নিয়ে নতুন ওয়ার্ডের সীমানা নির্ধারন করা হয়েছে।
এছাড়া উত্তরের সিমানা – গোপালগঞ্জ টেকেরহাট সড়কের পূর্ব পাশের পল্লী জনপথ হাউজিং প্রকল্প এর দক্ষিণ পাশ হতে মজুমদারের তেলের মিল হয়ে অজয় মজুমদারের বাড়ির উত্তর-পূর্ব পাশ পর্যন্ত।
দক্ষিনের সিমানা – ঘোষেরচর উত্তরপাড়া বিপু শেখ ও হিটু শেখ এর বাড়ীর মোড় হতে চুন্নু মেম্বারের বাড়ীর পাশের ব্রিজ হয়ে দক্ষিণ দিকে ঘোষেরচর শ্রীশ্রী হরিচাঁদ গুরুচাঁদ এর মন্দির পর্যন্ত। মন্দির হতে পূর্ব দিকে বিসিক রোডের ফায়েক মাস্টারের মোড় হয়ে ঘোষেরচর মাস্টারপাড়া মঠ এর পূর্ব পাশের মোড় হয়ে উত্তরে কলাবাগান মসজিদ মোড় হয়ে কুয়াডাঙ্গা বাসস্টান্ড পর্যন্ত।
পূর্বের সিমানা- মজুমদারের তেলের মিলের পূর্ব দিকে অজয় মজুমদারের বাড়ির উত্তর পূর্ব পাশ দিয়ে পুলিশ লাইন মোড় হয়ে কুয়াডাঙ্গা বাসষ্টান্ড পর্যন্ত।
পশ্চিমের সিমানা – গোপালগঞ্জ টেকেরহাট সড়কের পূর্বপাশে পল্লী জনপথ হাউজিং হাউজিং প্রকল্পের দক্ষিণ পাশ হতে গোপালগঞ্জ টেকেরহাট রাস্তা ধরে হরিদাসপুর ব্রীজের পূর্বপাশ দিয়ে পানি উন্নয়ন বোর্ডের পুরাতন ডাকবাংলা হয়ে ঘোষেরচর উত্তরপাড়া খিপু শেখ ও হিটু শেখ এর বাড়ির মোড় পর্যন্ত।
Leave a Reply