মোঃ সেলিম রেজা ঃ
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। এবারে বর্ধিত ৬টি ওয়ার্ডসহ মোট ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন ৬৮ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী। আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাকী সকল প্রার্থীই স্বতন্ত্র। রিটার্নিং কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়ন দাখিলের তালিকায় রয়েছেন, সাবেক মেয়র ও জেলা শ্রমিকলীগের আহবায়ক রেজাউল হক সিকদার রাজু, সদ্য বিদায়ী মেয়র ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী লিয়াকত আলী, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক শেখ রকিব হোসেন, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম বদরুল আলম বদর, সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সভাপতি জিএম সাহাব উদ্দিন আজম, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মুসফিকুর রহমান লিটন, জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি রায় চৌধুরী (পপা), বিশিষ্ট ব্যবসায়ী এস এম নজরুল ইসলাম (নতুন), গোপালগঞ্জ পৌর আওয়ামীলীগের সদস্য আবুল ফাত্তাহ সজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ দিদারুল ইসলাম এবং সাবেক কাউন্সিলর দিলীপ কুমার সাহা (দিপু)।
আগামী ১৯ মে যাচাই বাছাই শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং ১৫ জুন এ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ১৫ টি ওয়ার্ডে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
প্রসংগত ২০২১ সালে পার্শবর্তী ৬টি ইউনিয়ন গোবরা, বোড়াশী, লতিফপুর, হরিদাসপুর, দূর্গাপুর ও রঘুনাথপুরের বেশ কিছু এলাকা অন্তর্ভুক্ত করে পৌরসভার আয়তন বাড়িয়ে ৯টি ওয়ার্ড থেকে ১৫টি ওয়ার্ডে করা হয়।
Leave a Reply