মোঃ সেলিম রেজা
জমে উঠেছে গোপালগঞ্জে জেলা বাস—মিনি বাস মালিক সমিতির দ্বি—বার্ষিক নির্বাচন। আগামী ২০ মে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। নির্বাচনকে ঘিরে জেলার বাস মালিকদের মধ্যে ব্যাপক উৎসাহ—উদ্দিপনা দেখা দিয়েছে। দু’টি প্যানেলে বিভক্ত হয়ে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন প্রার্থীরা।
বাস টার্মিনাল এরিয়ায় প্রার্থীদের ছবি ও প্রতীক সম্বলিত রঙিন পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। দ্বি—বার্ষিক এ নির্বাচনে সংগঠনের মোট দুই শত ৮৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ নির্বাচন পরিচালনার জন্য ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আর এ কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন আশিক সাগর পরিবহনের মালিক ইমদাদুল হক।
আহবায়ক ইমদাদুল হক জানান, ২০ মে গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে কার্যকরী পরিষদের মোট ২৫টি পদে সর্বমোট ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এদের মধ্যে সভাপতি পদে দুই জন হলেন— বর্তমান সভাপতি মোঃ ইলিয়াছ হোসেন ও মোঃ মাসুম সিকদার। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতায় অবতীর্ণ হচ্ছেন দুইজন। এরা হলেন— সাবেক সাধারন সম্পাদক ও গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ মুসফিকুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোঃ কামিল সরোয়ার। এ ছাড়াও কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ—সভাপতি পদে ৬ জন, যুগ্ম সাধারন সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ সম্পাদক পদে ২ জন, সড়ক সম্পাদক পদে ১২ জন এবং কার্যকরী সদস্যের আটটি পদে ১৬ জন প্রতিদ্বন্দিতা করছেন।
সাধারন সম্পাদক প্রার্থী আলহাজ্ব মোঃ মুসফিকুর রহমান লিটন বলেন, আমি বাস মালিকদের ভোটে পাঁচ বার সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছি। সমিতির উন্নয়নে অনেক কাজ করেছি। আশাকরি এবারও আমি বিপুল ভোটে নির্বাচিত হবো।
অপর সাধারণ সম্পাদক প্রার্থী কামিল সরোয়ার বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে একটি অবাধ ও শুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ভোটারদের ভালবাসা নিয়ে বিপুল ভোটে জয়লাভ করব। এবং বাস মালিকদের স্বার্থ রক্ষায় আগামীতেও তাদের পাশে থাকবো।
Leave a Reply