গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের পুঁইশুর গ্রামের নিজ বাড়ীতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রমনী মোহন বিশ্বাস।
রবিবার (২৩ জুলাই) সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রমনী মোহন বিশ্বাস বলেন, ৬৩ নং পুঁইশুর মৌজার বি.আর.এস ১৪৭ নং খতিয়ানের ৩৪নং দাগের ৮৫ শতকের মধ্যে ১৭ শতক জমি পারিবারিকভাবে ভাগের জায়গায় দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। পরে পারিবারিকভাবে মৃত ব্যক্তিদের দেহের শেষকৃর্ত করা হয় তার নিজ বাড়ির পূর্ব পাশের জায়গায়। তখন থেকে প্রতি বছর পূর্বসূরিদের আত্মার শান্তি কামনা করে নারায়ণ পূজা দিয়ে আসছি। কিন্তু ডা: অরুন কান্তি বিশ্বাস সেই জমি দখলের পায়তার করে অন্যায় ও জোরপূর্বক ভাবে মৃত ব্যক্তিদের সমাধির মাঝ বরাবর দিয়ে একটি মন্দির নির্মাণ করছে। এসময় দেয়াল তুলতে গেলে বাঁধা দিলে আমার উপর হামলা চালায়। এতে আমি মারাত্মক আহত হই। পরে আমাকে প্রাণ নাশের হুমকি দেয় ডা: অরুণ কান্তি বিশ্বাস ও তার ছেলে ডা: তনু বিশ্বাস। আমি আমার পৈত্রিক সম্পত্তি দখল মুক্ত করে দোষীদের শাস্তির দাবী জানাই।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply