মনির মোল্যা, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে ।
আজ রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় গোপালগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকারের উপ—পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলামের সভাপতিত্বে “সেবাও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহাবুব আলী খান,সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সিদ্দিক সিকদার প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে একটি র্যালী উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলার মিলনায়তনে এসে শেষ হয়।
Leave a Reply