মোঃ সেলিম রেজাঃ
গোপালগঞ্জ সদর উপজেলায় দরিদ্র মৎস্যজীবি ও সুফলভোগীদের মাঝে ২০ টি থ্রি হুইলার ভ্যান বিতরণ করা হয়েছে। “দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন” এর আওতায় দরিদ্র মৎস্যজীবি ও সুফলভোগীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে এ সকল ভ্যান বিতরণ করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার বাস্তবায়নে আজ বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সকল ভ্যান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দীন, সিনিয়র সহকারি পরিচালক মোঃ মোহসীন ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম জিল্লুর রহমান রিগ্যান । এ ছাড়া উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা্ কর্মচারি, স্থানীয় জনপ্রতিনিধি, সুফল ভোগী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply