জাহিদুল ইসলাম দাড়িয়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নব—গঠিত কমিটি।
আজ বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নব—গঠিত কমিটির পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরসহ ১৫ আসস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মেদ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ—সভাপতি গোলাম কিবরিয়া দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নব—গঠিত কমিটির সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামিম দাড়িয়াসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply