জাহিদুল ইসলাম দাড়িয়াঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অগ্নিকান্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৬০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কান্দি ইউনিয়নের কাচারীভিটা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কাচারীভিটা বাজারের নতুন তাজের মুদি দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস স্থানীয় জনগণের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ সময়ে নতুন তাজের মুদি দোকান, কাজী সোহরাব হোসেনের ফার্মেসি, কাজী শাহজাহানের সার কীটনাশকের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
কাজী সোহরাব হোসেন বলেন, আমার ছোট ভাই শাহজাহান ও আমার ২টি দোকান পুড়ে যাওয়ায় আমাদের প্রায় ৫০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে লোন দিয়ে আমরা ব্যবসা করে আসছি। আমাদের এই দোকান ২টি পুড়ে যাওয়ায় অর্থনৈতিক ভাবে ক্ষতির মধ্যে পড়েছি। এখন ব্যাংক লোন মওকুফ করে নতুন করে লোন না দিলে আমাদের পথে বসতে হবে।
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, নতুন তাজের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট—সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এতে ৩টি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতির পরিমান আনুমানিক প্রায় ৬০ লক্ষ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের ক্ষতির পরিমান নির্ণয় করে সরকারি ভাবে সহযোগিতা করা হবে।
এরপর তারা সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয় ও রওশনারা মডেল একাডেমিতে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহের উপর প্রচারাভিযান চালায়।
এ সময় সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সহকারি প্রধান শিক্ষক মো: মতিয়ার হোসেন, শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম বাবুল হোসেন, মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরমিন জাহান মুন্নিসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থী শারমিন আক্তার সোনিয়া বলেন, বাল্য বিবাহ আমাদের পরিবারে খরচ কমায় না, বরং খরচ বাড়ায়। যেই টাকায় মেয়ের শ^শুর বাড়ির আত্মীয় স্বজনদেরকে আপ্যায়ন করা হয় সেই টাকায় একটি মেয়ে সুন্দর ভাবে লেখাপড়া করতে পারে।
ওসমান গনি বলেন, বর্তমান সময়ে সন্ত্রাস জঙ্গীবাদ একটি মরণ ব্যাধি হয়ে দাড়িয়েছে। যা প্রতিনিয়ত সমাজ তথা দেশের সর্বত্র বিস্তার করছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা জঙ্গী ও সন্ত্রাস মুক্ত দেশ এবং বিশ^ চাই।
দিপা মন্ডল বলেন, মাদক বর্তমান সমাজের অন্যতম একটি ব্যাধি। যা আমাদের তরুন সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমাদেরকে সুখী সমৃদ্ধ দেশ গড়তে হলে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
মদনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরমিন জাহান মুন্নি বলেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালাইনাম অ্যাসোসিয়েশন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধে দেশ ব্যাপী যে প্রচারাভিযান চালাচ্ছে তা সত্যিই প্রশাংসার দাবি রাখে। তাদের এই প্রচারাভিযানের মাধ্যমে কিছুটা হলেও দেশ থেকে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ হবে।
Leave a Reply