গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। দলীয় প্রতীক ছাড়া বুধবার (৫ জানুয়ারি) এসব ইউনিয়নে উন্মুক্তভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গোপালগঞ্জ জেলা নির্বাচন অফিস নির্বাচনে জয়ীদের নাম ঘোষণা করেন।
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার ১৫ ইউনিয়নে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- মাঝিগাতি ইউনিয়নে কে এম হাফিজুর রহমান মুকুল খান, গোপীনাথপুর ইউনিয়নে মোহাম্মদ সাহেব আলী মোল্লা টুকু ,বৌলতলী ইউনিয়নে সুকান্ত বিশ্বাস, সাহাপুর ইউনিয়নে বিনয় সরকার অনাদি,পাইককান্দি ইউনিয়নে ভূইয়া মোহাম্মদ ইছানূর রশীদ রিপন।উলপুর ইউনিয়নে কামরুল ইসলাম বাবুল, উরফি ইউনিয়নে মনির গাজী, কাঠি ইউনিয়নে কামরুল ইসলাম।
এছাড়া জালালাবাদ ইউনিয়নে এস এম মারুফ রেজা, চন্দ্রদিঘলীয়া ইউনিয়নে মো. হাদিউজ্জামান মোল্লা জাবেদ, করপাড়া ইউনিয়নে এস এম হাবিবুর রহমান (সোনা মিয়া), কাজুলিয়া ইউনিয়নে আয়ূব আলী ফকির,শুকতাইল ইউনিয়নে মোহাম্মদ রানা মোল্লা, নিজড়া ইউনিয়নে আহমেদ আলী মিনা (ধলু) ও সাতপাড় ইউনিয়নে প্রণব বিশ্বাস (বাপ্পি) নির্বাচিত হয়েছেন।
Leave a Reply