মোঃ সেলিম রেজাঃ
গোপালগঞ্জ সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলার ৫ উপজেলার মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ১ম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলায় কামরুজ্জামান ভুঁইয়া লুটুল (টেলিফোন) প্রতীক নিয়ে ৩১ হাজার ৩৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিয়াকত আলী ভুঁইয়া (আনারস) পেয়েছেন ২৯ হাজার ৮৬৪ ভোট। এ উপজেলায় সুশীল বিশ্বাস শিপন উড়োজাহাজ প্রতীক নিয়ে ২৮ হাজার ২৪০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আজিজুল ইসলাম সিকদার পেয়েছেন ২৮ হাজার ৬৫ ভোট। নিরুন্নাহার হাঁস প্রতীক নিয়ে ৫৪ হাজার ২৬ ভোট পেয়ে পূনরায় নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীক নিয়ে শাহানাজ নাজনীন বাবলী পেয়েছে ৪৫ হাজার ৭৭০ ভোট । উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯৩ হাজার ১৫১ জন ।
Leave a Reply