গোপালগঞ্জ প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ শহর সংলগ্ন গোবরা মাদ্রাসাপাড়ায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে গোবরা মাদ্রাসা বাজার প্রাঙ্গনে শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোবরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন চৌধুরী।
গোবরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শওকত হোসেন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবরা ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী টুটুল।
এ সময় উপস্থিত ছিলেন গোবরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নিয়ামুল আহসান চৌধুরী দিপু, গো্বরা সাবেক ইউপি সদস্য শেখ ইলিয়াছ হোসেন ইলু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারি এসোসিয়েশনের সহ সভাপতি সাগর হোসেন পলু, সদর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মারুফ চৌধুরী।
এ ছাড়া অন্যান্যের মধ্যে সাহ্আলম চৌধুরী, মোঃ হাসান চৌধুরী, আলহা্জ্ব দুলু মোল্লা, আব্দুল্লাহ মাওলানা সহ অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
Leave a Reply