গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
আজ শনিবার (২৪ আগষ্ট) দুপুরে গোপালগঞ্জ শহর সংলগ্ন ভেড়ার বাজার এলাকায় নিজ বাস ভবনে এ মত বিনিময় করেন তিনি ।
মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৭ বছর পরে আমরা স্বাধীনতা পেয়েছি । এতদিন বাংলাদেশটা একটি কারাগার ছিল,কারাগারে বন্দি ছিলাম। বৃহস্পতিবারে আমি ঢাকা থেকে গোপালগঞ্জে আসি এবং টেকেরহাট থেকে শুরু করে চামটা, সাতপাড়, বৌলতলী, উলপুর, পুলিশ লাইন ও গেটপাড়া এলাকায় নেতা কর্মিদের সাথে মত বিনিময় করেছি ।
দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ আমাদের উপর নির্যাতন, মামলা, হামলা ভাংচুর করে দোমন পিড়ন চালায় । আমাদের পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে অসুস্থ্য বানিয়েছে। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে দেশের বাইরে রেখেছে। ইনশাল্লাহ তিনি অল্প সময়ের মধ্যে মুক্ত হয়ে খুব দ্রুত এ দেশে বীরের বেশে ফিরে আসবেন।
তিনি আরো জানান, ২০১৭ সালে খালেদা জিয়ার মুক্তির জন্য কতগুলো পোস্টার নিয়ে গোপালগঞ্জের বাড়িতে আসি।
খবর পেয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজন আমার বাড়িতে হামলা করে।
নির্দয়ভাবে নারী-পুরুষের উপরে নির্যাতন করে। তখন আমাদের নেতাকর্মীদের নির্মমভাবে মারপিট করে।
আমি আল্লাহর উপরে ভরসা করে বাড়িতে ছিলাম এবং আমাদের এলাকার নারী-পুরুষ আমাকে রক্ষা করে ।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply