গোপালগঞ্জ প্রতিনিধিঃ
অনিয়ম কারনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া রুপালী ও পদ্মা জিবন বীমা কোম্পানির দাবি টাকা না পেয়ে গ্রহকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারন করেছে। অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন।
আজ বৃহস্পতিবার (১৩ ফ্রেব্রুয়ারী) দুপুর ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার প্রেসক্লাবের সামনে বীমা গ্রহকরা মানববন্ধন করে এ প্রতিবাদ জানায়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৫০-৬০ জন নারী- পুরুষ অংশ গ্রহন করে।
তাদের দাবি রুপালী ও পদ্মা জিবন বীমা কোম্পানিতে তাদের বীমার টাকার নির্দিষ্ট মেয়ার শেষ হওয়ার পরেও টাকা ফেতর পাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ টাকা ফেরত দিতে নান টালবহানা করছে।
ওই উপজেলার গিমাডাঙ্গা পূর্ব পাড়ার বাসিন্দা ভুক্তভোগী নাজমা বেগম বলেন, তিনি ১২ বছর মেয়াদি স্কিমে মাসে ৩ হাজার টাকা করে জমা করেন । ২০২১ সালে ওই স্কিমের মেয়াদ শেষ হলেও এখন তার টাকা ফেরত পাননি। বীমা অফিসে যোগাযোগ করেও তিনি টাকা পাওয়া কোন সুরাহা করতে পারেনি।
শামিমা বেগম নামের অন্য ভুক্তভোগী নারী বলেন, তার স্বামী ২০১৯ সালে পলিসি করে এক বছর পলিসি টাকা জমা দিয়ে ২০২১ সালে তার মৃত্যু হয়। মৃত্যু পর রুপালী ইনস্যুরেন্স কোম্পানি অফিসে বারবার যোগাযোগ করলেও টাকা পেরত পায়নি।
ভুক্তভোগী মঞ্জিলা বেগম (৫৫) নামের অপর নারী বলেন, আমাকে বলেছিলো ৩ বছর মেয়াদি পলিসি। এক বছর দেয়ার পর আমাকে বলা হলো আপনার পলিসি ১৫ বছর মেয়াদি। তখন কেন আমাকে ভুল বলা হলো? আমি আমার টাকা ফেরত চাই।
এবিষয় জানতে রুপালী ইনস্যুরেন্স কোম্পানি টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক রাকিবুজ্জামান বলেন, টুঙ্গিপাড়ায় রুপালী ইনস্যুরেন্স কোম্পানি দুইটি শাখা রয়েছে। যারা আজ মানববন্ধন করেছে তারা অন্য শাখার গ্রহক। তবে যদি কারো পলিসির মেয়াদ সম্পূর্ন হয় তার টাকা দিতে হবে। যদি না দেওয়া হয় তা অনিয়মের মধ্যে পড়ে।
তিনি আরো বলেন, কোন গ্রাহক এক কিস্তি দিয়ে মৃত্যু বরণ করেন তার সব টাকা দেয়ার বিধান রয়েছে। তবে সেই গ্রহকের বয়স দুই বছর থেকে ষাট বছের মধ্যে হতে হবে।
Leave a Reply